বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

Sanchoy Biswas
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:০২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে ২ নম্বর রেলগেট এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ২ নম্বর রেলগেট থেকে শুরু হয়ে নিতাইগঞ্জ ঘুরে মেট্রো হল ও চাষাড়া গোল চত্বর হয়ে পুনরায় ২ নম্বর রেলগেট এসে শেষ হয়।

এর পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। নারায়ণগঞ্জে আমরা সেই সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছি। কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে কাঁধে কাঁধ রেখে জেলা, শহর, সমাজ, মানুষের জন্য কাজ করা যায়—আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রেখে আগামীতে যা প্রত্যাশা করি, সেই শহর ও সমাজ গঠন করতে চাই। যুগে যুগে অন্যায়, অত্যাচার রুখে দাঁড়াতে, সমাজ সংস্কারে অবতার রূপে শ্রীকৃষ্ণের মতো যারা এসেছেন, তাদের চিন্তাকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারি—তাহলেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা সার্থকতা পাবে।”

অনুষ্ঠানে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে-এর সভাপতিত্বে ও শিপন সরকার শিখনের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, পরিতোষ কান্তি সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান