শেরপুর জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্যাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সড়ক র্যালি ও সফল মৎস্যচাষিদের পুরস্কার ও সম্মাননা পদক প্রদানের মাধ্যমে এই আয়োজন করা হয়।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান সহ সরকারি বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা এবং মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার ও সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়াও, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম, মাছ চাষে প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব মৎস্যচাষ প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়।