হবিগঞ্জে কাউন্সিলের আগে বিএনপির ৫ নেতার পদত্যাগ

হবিগঞ্জ জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা বিএনপির পাঁচ নেতা পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার তারা কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী নেতারা হলেন- জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক হাজী নুরুল ইসলাম,যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক,যুগ্ম আহবায়ক মো. এনামুল হক সেলিম।পদত্যাগপত্র জমা দেওয়ার পর রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিএনপি তাদের অব্যাহতির আবেদন গ্রহণ করেছে।
একইদিন হবিগঞ্জ জেলা বিএনপির নির্বাচন কমিশন অনুমোদন দেন রুহুল কবির রিজভী। কমিশনে রয়েছেন-প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন,সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফতাব উদ্দিন,অ্যাডভোকেট মুদ্দত আহমেদ,কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন-অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান সানু, অ্যাডভোকেট মো. শাহীন মিয়া খন্দকার, অ্যাডভোকেট মো. আবুল ফজল, অ্যাডভোকেট মো. ফয়সল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট আছকির উজ্জামান, অ্যাডভোকেট মো. ফজলুল হক, অ্যাডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল, অ্যাডভোকেট গুলজার আহমেদ খান, অ্যাডভোকেট এ জে জালাল আহমেদ, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ও অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলাল।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন।