সিলেটে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, আহত ৫

সিলেটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বড় ভাইয়ের হামলায় ছোট ভাই স্ত্রী-সন্তানসহ পাঁচজন আহত হয়েছেন।
এতে গুরুত্বর আহত হয়ে ছোট ভাই রাজমান আলী (৫৬), তার স্ত্রী ও শাশুড়ি বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে আইসিউতে ভর্তি রয়েছেন।
শুক্রবার (আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার, ইলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে মূলত এই হামলার ঘটনা ঘটে। বড় ভাই মকবুল আলী ছেলেদের নিয়ে পারিবারিক রাস্তার পাশে জোরপূর্বক গাঁছ কাটা শুরু করলে এতে রামজান আলী বাঁধা দিলে
বড় ভাই মকবুল আলী (৬৮) ও তার তিন ছেলে—সামরান (৩০), এমরান (৩২) এবং আলম আহমেদ (২০)—একযোগে রাজমান আলীর বাড়িতে হামলা চালায়। ছোট ভাইয়ের ছেলেরা বিদেশে অবস্থান করায় সুযোগ নিয়ে তারা প্রথমে জোরপূর্বক রাস্তার পাশের গাছ কাটা শুরু করে।
সংঘর্ষে হামলাকারীরা রামজান আলীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর তারা বাড়ির ভেতরে ঢুকে রাজমান আলীর অসুস্থ স্ত্রী, শাশুড়ি ও তার ছেলে, মেয়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে নৃশংস হামলা চালায়।
অভিযোগ রয়েছে, শাশুড়িকে সাবল দিয়ে পায়ে আঘাত করে গুরুতর জখম করা হয় এবং স্ত্রীকে মাথায় রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় পরে তাদের সিলেটের ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনায় ইলাশপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুজ্জামান খাঁন বলেন, পারিবারিক জমি নিয়ে বিরোধে এই হামলার ঘটনা ঘটেছে। আহতদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত পরবর্তী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।