কারো ক্ষমতা নেই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর: খোকন
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচন সঠিক সময়েই হবে। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানোর। কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য জামায়াত, এনসিপি, চরমোনাই ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পিআর, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদের কথা বলে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত এবং এই দেশের সকল রাজনৈতিক দলও প্রস্তুত। কেবল মাত্র দু’একটি দল ছাড়া। এই নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচিত সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদেশের মানুষ যেমন শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভালো বাসেন, সেই ভালবাসা থেকেই আগামী দিনে ধানের শীষের বিজয় হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকাতে পারবে না। বিএনপি কোনো সংঘাত এবং প্রতিহিংসার রাজনীতি করে না।
আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ ও গোলাম কবির কামাল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।
সভা শেষে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহরের শিক্ষাচত্বরে এসে শেষ হয়।
আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত





