নাসিরনগরে বিএনপির উদ্যোগে দলের জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবসটি পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. কামরুজ্জামান মামুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিনের নেতৃত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ ময়দানে সমবেত হয়। এরপর নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. কামরুজ্জামান মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল হক চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই, বিএনপির সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার, যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তালুকদার, এম.এ. মঈন, জাসাসের আহ্বায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, তাঁতীদলের সভাপতি শাহীন মেম্বার, সাধারণ সম্পাদক রিপন মিয়া, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা ও গোলবাহার আক্তার প্রমুখ। এছাড়াও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, এহসানুল কাদের মিল্টন, কে.এম. মারজান, মোজাহিদুল ইসলাম, চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম, শ্রমিক দলের জেলা সদস্য শামিম তালুকদার, অলিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট মিছিল, স্লোগান এবং বর্ণিল ব্যানারে উপজেলা সদরে এক উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।
আরও পড়ুন: কাঞ্চন পৌরসভার শতবর্ষী উকিলবাড়ি সরকারি খাল উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান