সরাইলে যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল স্বজনেরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হত্যাসহ একাধিক মামলার আসামি ও অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজার পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা বোরহান উদ্দিনকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করেন। তাকে ক্যাম্পে আনা হলে তার ভাই গাজী গিয়াস উদ্দিনসহ প্রায় দেড় থেকে দুই শত সমর্থক সেখানে জড়ো হন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ দুটি সিএনজি অটোরিকশায় করে বোরহান উদ্দিনকে সরাইল থানায় নেওয়ার জন্য রওনা দেয়। তবে অরুয়াইল ফাঁড়ির কাছে পৌঁছালে পথরোধ করে হামলা করা হয়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক টিপু সুলতান বলেন, বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন কি না  এ বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত জানানো হবে।