সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত
সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাগারে যাওয়া কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিনে প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিন (মঙ্গলবার) হাইকোর্ট থেকে জামিন পেলেও জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তিনি এখনো কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত
এর আগে গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২০ সালের মার্চে প্রশাসনের একটি পুকুর নিজের নামে নামকরণকে কেন্দ্র করে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান সংবাদ প্রকাশ ও অনুসন্ধান শুরু করেন। এর জেরে ওই বছরের ১৩ মার্চ রাতে তাকে বাসা থেকে চোখ বেঁধে তুলে আনা হয় এবং জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাও অভিযুক্ত হন।
পরদিন আরিফের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে মামলা দিয়ে এক বছরের সাজা দিয়ে জেলে পাঠানো হয়। পরবর্তীতে মুক্তি পেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন, যা এখনও চলমান। পাঁচ বছর পর সেই মামলায় অভিযুক্ত হয়ে বরখাস্ত হলেন সাবেক ডিসি সুলতানা পারভীন।





