বাউফলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প

Sanchoy Biswas
মো. জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী)
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা দাখিল মাদ্রাসায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সহযোগিতায় ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস অ্যান্ড সাইট চিলড্রেন (আরএসসি) এ ক্যাম্পের আয়োজন করেছে।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিনামূল্যে চিকিৎসা নিতে আসা নরুজাহান বেগম (৪৫), জলিল হাওলাদার (৬০) ও জেসমিন নাহার (২৩) বলেন, আমাদের চোখের সমস্যা দেখাতে আসছি। তারা (চিকিৎসক) পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দিয়েছেন।

আরএসসির প্রোগ্রাম ম্যানেজার রোমেল নাসের জানান, ২০১৮ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্প করে সুবিধাবঞ্চিত যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশনের খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি। মঙ্গলবার বড় ডালিমা মাদ্রাসা ক্যাম্পে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের ৮ সদস্যের একটি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়েছেন। সারাদিনে ৬৭২ জন অসহায় মানুষ সেবা নিয়েছেন। যার মধ্যে ৭৩ জন ছানি রোগী রয়েছেন। যাদের অপারেশন করা হবে। বাকিদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

বিনামূল্যে চক্ষু ক্যাম্পের চিকিৎসক মো. ইমাম রাখিব বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ অন্ধ হয়ে না যায়। সে কারণেই এ চক্ষু ক্যাম্পের আয়োজন। আমরা চিকিৎসকরা সারাদিন সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা দিয়েছি। যাদের চোখে ছানি পড়েছে তাদের বরিশালে নিয়ে অপারেশন করা হবে।