শ্যামনগরে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

Sadek Ali
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৭ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর ) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ দেশে পাচার করার চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মীরগ্যাং ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।