বৃদ্ধ ফকিরের চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ১২ জন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৃদ্ধ ফকির হালিম উদ্দিন আকন্দকে (৭০) জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীর ছেলে মো. শহিদ মিয়া আকন্দ তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলায় চুল কেটে দেওয়া ব্যক্তিসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের নাম উল্লেখ রয়েছে, বাকিরা অজ্ঞাতপরিচয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান,যারা চুল কেটেছিল তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর। থানায় অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাউল ফকিরের মতো দেখতে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে কয়েকজন যুবক ধরে জোর করে চুল কেটে দিচ্ছে। মুক্ত হওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে হালিম উদ্দিন কাতরভাবে বলেন, আল্লাহ, তুই দেহিস।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
স্থানীয়রা তাকে হালিম ফকির নামে চেনেন। তিনি উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।
চুল কেটে দেওয়ার কাজটি করেছে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠন। সংগঠনটির প্রধান সোহরাব হোসেন আশরাফী (ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের বাসিন্দা) এবং আরও ৬ জনের নাম মামলায় উল্লেখ রয়েছে।
মামলার বাদী শহিদ মিয়া আকন্দ গণমাধ্যমকে বলেন, আমার বাবার সঙ্গে যে অন্যায় হয়েছে, আমরা আগে কিছুই করতে পারিনি। দেশের অনেক মানুষ এই ঘটনার প্রতিবাদ করায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। এখন আইনই আসামিদের বিচার করবে।





