ধর্ষণ-লুটপাট রাজনীতি নয়, এটি জুলুম ও ডাকাতি: ফয়জুল করীম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির নাম রাজনীতি নয়। এটি জুলুম ও ডাকাতি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলা সদরে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

মুফতি ফয়জুল করীম অভিযোগ করেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তারা শুধু অত্যাচার ও দুর্নীতি করেছে। তিনি বলেন, দেশের ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এটি রাষ্ট্র নয়, বরং ডাকাততন্ত্র।

তিনি আদালতের প্রতি আস্থাহীনতা প্রকাশ করে বলেন, বিচারকরা ক্ষমতাসীনদের দিকেই তাকিয়ে রায় দেন। এতে ন্যায়বিচার হয় না।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রতিনিধিত্বমূলক পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হওয়া জরুরি। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে বলেন, আপনি বলছেন সংবিধানে পিআর পদ্ধতি নেই। অথচ সংবিধান অনুযায়ী সরকার পরিবর্তনের ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, যেখানে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, আগে একদল চাঁদাবাজি করেছে, এখন করছে আরেক দল। আগে ধর্ষণ করেছে একদল, এখন করছে আরেক দল। শুধু হাত বদল হয়েছে, চরিত্র বদল হয়নি। আমরা চোর-ডাকাতদের ক্ষমতায় চাই না।

তিনি জোর দিয়ে বলেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব। জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে,— বলেন ফয়জুল করীম।