নরসিংদীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়

Any Akter
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:১১ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদীর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানে উদ্ভুত পরিস্থিতির নিরিখে পুলিশকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সে সমস্ত চ্যালেঞ্জ উত্তরণের জন্য তিনি পুলিশকে জনতার আস্থার প্রীতিকে পরিণত করতে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনগণকে প্রদত্ত সেবার মান কাঙ্খিক্ষত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের অভ্যন্তরীণ শৃংখলা নিশ্চিত করা হবে এবং যে কোন প্রকার দুর্নীতির প্রতি শূন্য কঠোয় এনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশের কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য পুলিশকে যেমন সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ঠিক তেমনিভাবে সমাজের সকল অংশীজনকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে

মতবিনিময় সভায় জেলা প্রেস ক্লাব নরসিংদীর সভাপতি গ্লেবাল টেলিভিশন ও দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি মোঃনশফিকুল ইসলাম মতি, সাধারণ সম্পাদক দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রসম্পাদক মাইন উদ্দিন সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা বাবুল, এ কে এম তৌহিদুজ্জামান, মিয়া, মজিবুর রহমান, ওমর ফারুক ফালু, আশরাফুল ইসলাম সবুজ,গোপাল চন্দ্র সাহা, মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম,খলিলুর রহমান রানা, মোঃ শরিফ মিয়া, কামাল মিয়া, সাব্বির আহমেদ,জহির মিয়াসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।