নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মাকছুদ আহাম্মদ

Any Akter
চন্দন কুমার দেব, (নাসিরনগর)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:২২ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৪ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার লাইনওয়ার নিরন্ত্র পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ (বিপি-৮২১১১৩৪৫১২) নাসিরনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। রোববার(২৮ সেপ্টেম্বর) তারিখে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে পদায়ন করা হয়। পরদিন ২৯ সেপ্টেম্বর ২০২৫ তিনি নাসিরনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

দৈনিক বাংলাবাজার পত্রিকার সঙ্গে মোবাইলে মতবিনিময়কালে মাকছুদ আহান্মদ বলেন, “ঐতিহ্যবাহী জনপদ নাসিরনগর বহু দেশ ও বিশ্ববরেণ্য মনীষীর জন্মস্থান। এ অঞ্চলে প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম রয়েছে। চলমান দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নাসিরনগরের পুলিশ প্রশাসন মাঠে আছে। আশা করি আমরা সবাই মিলে একটি ভয়হীন, শান্তিপূর্ণ নাসিরনগর গড়ে তুলতে পারবো।”

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত