তারেক-রুমিনের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করে পদ হারালেন জামায়াত নেতা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষের ঘটনাটি ঘটে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে। অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইলিয়াস হোসেনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার রুকনিয়াত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

এক বিবৃতিতে জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইলিয়াসের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে ছবি মুছে ফেলা হয় এবং তিনি দুঃখপ্রকাশ করেন। শুক্রবার সকালে আলোচনার মাধ্যমে সমাধানের কথা থাকলেও তার আগেই বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।

আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে মাওলানা ইলিয়াস ইচ্ছাকৃতভাবে আপত্তিকর ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে এ নিয়ে প্রশ্ন করলে জামায়াত নেতাকর্মীরা যুবদল ও বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।

আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহমেদ দাবি করেন, হামলায় তাদের অন্তত ১০ জন আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।