সিংড়ায় বিজ্ঞান মেলা ও ২য় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত
নাটোরের সিংড়ায় বিজ্ঞান মেলা ও ২য় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।
আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌসসহ আরও অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী স্থান পায়।
আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত





