মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি ফয়েজ গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. ফয়েজ মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর দাগনভূঁইয়া থানার জিরো পয়েন্ট এলাকায় র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ফয়েজ মিয়া (৩০) মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা এবং ইছব আলীর ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ধারা ৯(১) অনুযায়ী মামলা রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
র্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে ফয়েজ মিয়া একই এলাকার এক নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ফয়েজ মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান