ডেমরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকার মুসলিম নগরে নিজ বাসা থেকে আফসার হোসেন সাকিব (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
নিহতের ফুফাতো ভাই পারভেজ হোসেন বাবু জানান, শনিবার পারিবারিক কলহের জেরে সাকিব নিজ বাসার বারান্দার গ্রিলের সঙ্গে গামছা প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেকে) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে মনে হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুইসাইড নোট পায়। এ বিষয়ে শনিবার বিকালে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান