কমলনগরে কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার!

Sanchoy Biswas
হাবিবুর রহমান, লনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৩৬ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরের করইতলা এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার ও জুয়ার আসরের পরিচালক জুয়াড়ি মিলন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে করইতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের তিন দিন পর বাতির খাল থেকে মরদেহ উদ্ধার

গ্রেপ্তারকৃত মিলন (২৮) উপজেলার চর লরেন্স ইউনিয়নের করইতলা এলাকার নোব্বার বাপের গো বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

অভিযোগ রয়েছে, মিলন এলাকার কিশোরদের নিয়ে একটি ‘শপথ বাহিনী’ গড়ে তোলে, যারা নিয়মিত চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরসহ নানা অপরাধে জড়িত। এছাড়াও, সে করইতলা ও আশপাশের এলাকায় একাধিক জুয়ার আসরের পরিচালক।

আরও পড়ুন: স্কুলছাত্রী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, মরদেহ উদ্ধার

তার গ্রেপ্তারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন অনেকে।

জানা গেছে, মো. মিলন আওয়ামী লীগ সরকারের সময়ে যুবলীগ-ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং দলীয় প্রায় সব কর্মসূচিতে অংশ নিত। সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় শুরু করে জুয়ার আসর। একপর্যায়ে বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আয়োজন করে নিজেকে ‘জুয়ার সম্রাট’ হিসেবে প্রতিষ্ঠিত করে।

সরকার পরিবর্তনের পর ভোল পাল্টে এখন সে বিএনপিতে! ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিলন দ্রুত রাজনৈতিক অবস্থান বদলে বিএনপির কর্মসূচিতে যোগ দিতে শুরু করে। করইতলা এলাকার এক বিএনপি নেতার ছত্রছায়ায় গড়ে তোলে কিশোর গ্যাংয়ের ‘শপথ বাহিনী’। যারা এলাকায় ভয়ের রাজত্ব কায়েম করে।

এই বাহিনীর মাধ্যমে এখন পর্যন্ত একাধিক নিরীহ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। করইতলা এলাকার জুয়া, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা এই বাহিনী।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।