বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা, পুলিশের হাতে আটক ছেলে

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর বেলাবতে পারিবারিক কলহ ও বিবাদকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সন্তানের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর (বুধবার) সকালে বেলাব উপজেলার জঙ্গুয়া গ্রামে।

আরও পড়ুন: 'মা ইলিশ সংরক্ষণ-২০২৫' উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান

গুরুতর আহত আমির আলী (৫০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনার পরপরই বেলাব থানা পুলিশ অভিযুক্ত ছেলে আশিক মিয়া (২০)-কে খামেরচর এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও বিবাদের জের ধরে গত ১৫ অক্টোবর বুধবার সকালে নিজ বাড়িতে তারই ছেলে আশিক ধারালো দা দিয়ে আমির আলীকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

আরও পড়ুন: বগুড়া ডিবি পুলিশের ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উক্ত ঘটনাটি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়। এরপরই ঘটনার সঙ্গে জড়িত ছেলেকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বেলাব উপজেলার খামারেরচর এলাকা থেকে আশিক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আশিক মিয়াকে আদালতে সোপর্দ করা হলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।