গোয়াইনঘাটে ভারতীয় মহিষের তাণ্ডবে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

Sanchoy Biswas
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৩৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ভারত থেকে আসা চোরাই মহিষের আক্রমণে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নারী-পুরুষসহ ১২/১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রামের মানুষজনকে ক্ষতিগ্রস্ত করে মহিষগুলো হাওরে বিচরণ করায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে উপজেলা সদর সংলগ্ন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর উত্তর কুটরঘাটের হাসিব মিয়ার বাড়িতে উঠে তার স্ত্রী সুরতুন (৫৫) কে আক্রমণ করে। মাকে রক্ষা করতে মেয়ে জেসমিন (৩০) এগিয়ে এলে তিনিও গুরুতর আহত হন। পরে নয়ানগর গ্রামের ইমামউদ্দিন তাদের দেখতে গেলে দুটি মহিষ তার ওপর আক্রমণ করে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহিষের আক্রমণে পুকাশ, হাতিরপাড়া-সহ চারটি গ্রামের ১২ জন আহত হন। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহিষগুলোকে আটক না করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, লাফনাউট গ্রামের সুফিয়ান আহমদ (১৭), উত্তর গ্রামের শিব্বির (৪২), ইসরাক আলী (৩২), একই গ্রামের সুরতুন নেছা (৫৫), জেসমিন আক্তার (৩০), মুহিবুর রহমান (৪৫), পুকাশ গ্রামের ইমরান আহমদ (২৮) প্রমুখকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মাসুক আহমদ বলেন, সকাল থেকে দুটি মহিষের আক্রমণে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আমরা ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনাটি সংশ্লিষ্টদের জানানো হলেও মহিষগুলো এখনো আটক করা সম্ভব হয়নি। যার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি

জানা গেছে, মহিষগুলো ১নং রুস্তমপুর ইউনিয়নের শাহাব উদ্দিন নামের একজন ব্যবসায়ীর। তিনি ইউপি সদস্য মাসুক আহমদকে ফোনে জানিয়েছেন, তার কিছু মহিষ গত মঙ্গলবার দিবাগত রাতে সারী–গোয়াইনঘাট সড়কের আব্দুল মহল নামক স্থানে ছিনতাই করা হয়েছে। গুঞ্জন রয়েছে, চোরাই পথে আসা ভারতীয় মহিষ ছুটে গিয়ে পাগলের মতো মানুষের ওপর আক্রমণ করছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দিনব্যাপী নয়ানগর, আব্দুল মহল, পুকাশ, বার্কিপুরসহ বেশ কয়েকটি গ্রামে হানা দিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোয়াইনঘাট ডা. মো. জামাল খান জানান, পাগলা মহিষের আক্রমণে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বেশ কয়েকজন লোক আহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মহিষ দুটোকে পাওয়া যায়নি। গতকাল বুধবার সন্ধ্যায় লোকালয়ে আসলেও দিনের বেলা মহিষগুলো হাওরের জঙ্গলের ভেতরে রয়েছে। আমাদের তরফ থেকে মহিষ দুটোকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ জানিয়েছেন, চোরাকারবারিদের হাত ধরে বাংলাদেশে প্রবেশ করা মহিষের তাণ্ডবে আমার গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন গুরুতর জখম হয়েছেন। বর্তমানে আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।