টেকনাফের পাহাড়ে জিম্মি থাকা ৪৪ নারী-শিশু উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০৩ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ৪৪ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

অভিযান শেষে উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার বিস্তারিত জানাতে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে টেকনাফের কেরনতলী কোস্ট গার্ড স্টেশনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।