মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

Sadek Ali
শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯-এর অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল গতকাল রাত ৮টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের ২০ নম্বর চা-বাগান এলাকায় চুনারুঘাট-মাধবপুর সড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত যাত্রীছাউনিতে অভিযান চালায়। অভিযানে ১১টি প্যাকেটে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন: ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো ‘সালে পাগলী’ আর নেই

আটককৃতরা হলেন  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার  মৃত্তিকা চা বাগান এলাকার রবি উরাং ছেলে  জনক উরাং,।চুনারুঘাট উপজেলা রাম গঙ্গা চা বাগান এলাকার কমল ভৌমিকের ছেলে  দুলাল ভৌমিক।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: কলাপাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার মিটার জাল জব্দ, আটক ২৬