ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৫৯, মৃত্যু শূন্য
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৬৫৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩ জন
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১৮১ জন এবং বাকি ৪৭৮ জন ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: সারাদেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, মোট প্রাণহানি ২৫৫
চলতি বছর এখন পর্যন্ত ৬৪ হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬১ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে ২৫৯ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলেই এর প্রাদুর্ভাব বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধনের ওষুধ নয়, সচেতনতা ও সামাজিক অংশগ্রহণও জরুরি।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “শুধু জেল-জরিমানা বা প্রচারণায় কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে পরিকল্পিতভাবে মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হয়। সে বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ণ ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনাই ডেঙ্গুর দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবের মূল কারণ।





