যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী
ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো বৈদেশিক বা আঞ্চলিক হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মেহর নিউজ।
আরও পড়ুন: ভেনিজুয়েলায় মাদকবিরোধী স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
শনিবার (২৫ অক্টোবর) তেহরানে ইরান বিমান বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ (সিআইএসএম ২০২৫)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অ্যাডমিরাল সাইয়ারি বলেন, সামরিক সক্ষমতা বজায় রাখতে শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসুস্থ সমাজ অগ্রগতি করতে পারে না। আমাদের সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের শারীরিকভাবে সুস্থ রাখে এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষায় তাদের সক্ষম করে তোলে।
আরও পড়ুন: গাজা পুনর্গঠন নিয়ে সৌদি আরবের একগুচ্ছ পরিকল্পনা
তিনি তীরন্দাজির ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, তীরন্দাজি আমাদের ধর্মীয় ও ঐতিহ্যবাহী উত্তরাধিকার। আরশ দ্য আর্চার ইসলামি ও ইরানি সাহসিকতার প্রতীক।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য শুধু পদক জয় নয় বরং ইরানের সংস্কৃতি, ঐতিহ্য, ইসলামি ও বিপ্লবী মূল্যবোধকে বিশ্বের সামনে উপস্থাপন করা বলেও জানান সাইয়ারি।
তিনি শেষে ইরানের সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী ও আর্চারি ফেডারেশনকে আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।





