পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

Sadek Ali
সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৩ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দু'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. তুহিন আহমেদ (২৭) এবং একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সজিব (২৫)। 

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার দিনগত রাত ১০ টার সময় জীবননগর উপজেলার লক্ষীপুর ব্রীজের উপর হতে মো. তুহিন আহমেদ ও মো. সজিবকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত হতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী‌‌‌দ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে আগুনে পুড়লো ৩ শিল্পকারখানা