কঠোর কর্মসূচির হুমকি

বাড়িভাতা ২০ শতাংশের দাবিতে অনশনরত ৬ শিক্ষক অসুস্থ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৩৫ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ২০ শতাংশসহ তিন দফা দাবিতে চলমান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া অন্তত ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীযীও রয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: পররাষ্ট্র উপদেষ্টা জানালেন ভারতের সঙ্গে শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে আন্দোলন আরও জোরদারের ঘোষণা আসে।

এদিকে, কঠোর অবস্থান তুলে ধরে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীযী বলেন,  ২২ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। তার মধ্যেও প্রজ্ঞাপন না এলে—বাংলাদেশ এমন দৃশ্য দেখবে যা আগে কখনও দেখেনি। সারা দেশের শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।

আরও পড়ুন: নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসনের দাবি

গত ১২ অক্টোবর থেকে আন্দোলনকারীরা ২০ শতাংশ বাড়িভাতা, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,৫০০ টাকা, এবং উৎসবভাতা ৫০ থেকে ৭৫ শতাংশে উন্নীতকরণ– এই তিন দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

প্রথম দিনের কর্মসূচিতে পুলিশি বাধা ও জলকামান ব্যবহারের ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। এরপর থেকে জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে।