কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকানো, স্বামী নজরুল গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ঘটনায় তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আরও পড়ুন: ‘বুয়েটের প্রতিনিধি দল আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত’

তিনি বলেন, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পর তাসলিমার মরদেহ ফ্রিজে রেখে নজরুল পালিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে আজ সকালে রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ঝিলমিল এলাকায় নির্মাণাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান

এ ঘটনায় বিস্তারিত জানাতে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।