কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকানো, স্বামী নজরুল গ্রেপ্তার
রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ঘটনায় তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন: ঢাকাসহ আশপাশে বাড়তে পারে কুয়াশা, কমবে দিনের তাপমাত্রা
তিনি বলেন, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পর তাসলিমার মরদেহ ফ্রিজে রেখে নজরুল পালিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে আজ সকালে রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঢাকায় শুষ্ক আবহাওয়া, দিনের তাপমাত্রা কমতে পারে: আবহাওয়া অফিস
এ ঘটনায় বিস্তারিত জানাতে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।





