এইচএসসি খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, যেদিন থেকে আবেদন করা যাবে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে শিক্ষার্থীরা প্রতি বছরই খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ পেয়ে থাকেন। এবারও সেই সুযোগ রাখা হয়েছে, তবে বদলে গেছে আবেদন প্রক্রিয়া।

আগে যেখানে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হতো, এবার শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। নতুন নিয়মে আবেদন করার পদ্ধতি: শিক্ষার্থীদের যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে https://rescrutiny.eduboardresults.gov.bd/

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

সেখানে গিয়ে নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ডের নাম নির্বাচন করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে— পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরেই এসএমএস পাঠানো হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবেন এবং যেসব বিষয়ে পুনঃনিরীক্ষণ চান, সেগুলো নির্বাচন করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয় (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) হলে উভয় পত্রেই আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালি সেবা, ডাচ-বাংলা রকেট ও টেলিটক মোবাইল সিমের মাধ্যমে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখা যাবে।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

ফি পরিশোধের আগে আবেদন সংশোধন বা পরিবর্তন করা যাবে। এর জন্য ‘মুছে ফেলুন (Delete)’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো বাতিল করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আর আবেদন বাতিল বা পরিবর্তন করা যাবে না।

আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। সঠিক মোবাইল নম্বর ও তথ্য প্রদান না করলে আবেদন অকার্যকর হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন করতে হবে।