আফগান সীমান্তে আত্মঘাতী হামলা: পাকিস্তানের ৭ সেনা নিহত, আহত ১৩

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ৭ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে।
আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০
নিরাপত্তা সূত্র জানায়, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি ভবনের দেয়ালে আঘাত হানে।
এরপর আরও দুইজন জঙ্গি ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেনারা তাদের গুলি করে হত্যা করে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ক্যাম্পের অংশবিশেষ ধসে পড়ে বলে জানা গেছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতির ঘণ্টা কয়েক পরই আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান
ঘটনাটি ঘটে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। সীমান্ত এলাকায় টানা সংঘর্ষের পর দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে ছিল, যা শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
পাকিস্তান সেনাবাহিনী এ ঘটনায় তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, নিরাপত্তা জোরদার করা হয়েছে আফগান সীমান্তবর্তী এলাকাগুলোয়।
সাম্প্রতিক মাসগুলোতে আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনী ও তালেবান-সমর্থিত জঙ্গিদের মধ্যে ঘনঘন সংঘর্ষ হচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী অভিযানে উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যেই।