আমার সাথে কথা বলতে কারো অনুমতি লাগে না: রেজবুল কবির

Sanchoy Biswas
মো. সুজন, বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:২১ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসন ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরগুনা জেলা বিএনপি নেতা এ্যাড. মোঃ রেজবুল কবির আজ লঞ্চ টার্মিনালে জনসাধারণের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তিনি শহরের গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ ও পথসভা করে বিএনপির সভাপতি তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেন। পথসভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।

রেজবুল কবির তার বক্তব্যে বলেন, “আমি ছোটবেলায় ধানের শীষ হাত ধরে রাজনীতিতে এসেছি। আমি উপজেলায় সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছি। যারা মনোনয়ন চাই তাদের বাক্সে এখন পর্যন্ত বিশ হাজার ভোট পরে নাই। বরগুনার সাধারণ মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। কেও বলতে পারবে না আমি কারো কাছ থেকে একটি পয়সা চাঁদা নিয়েছি বা কোনো কৃষক ও শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করেছি। আমার সঙ্গে কথা বলতে কারো অনুমতি লাগে না।”

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পথসভায় উপস্থিত সাধারণ মানুষও মনোনয়নপ্রত্যাশীকে সমর্থন জানিয়েছেন। আখলিমা, এক গৃহিণী বলেন, “আমি ছোট থেকেই রেজবুল কবিরকে চিনি। সে কখনো কারো ক্ষতি করেনি। আমরা সাধারণ মানুষ নির্দ্বিধায় তার সঙ্গে কথা বলতে পারি। সে এমপি হলে গরিব মানুষের পাশে থাকবে।”

এক রিকশা চালক জাহাঙ্গীর বলেন, “আজ আমি গাড়ি রেখে রেজবুল কবিরকে দেখতে এসেছি। বরগুনার জন্য এমন একজন মানুষ দরকার। নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব।”

আরও পড়ুন: মুক্ত গণমাধ্যম যেন দায়িত্বহীন না হয়: এম আব্দুল্লাহ

বরিশাল বিভাগের বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, রেজবুল কবিরের জনসম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকৌশল ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।