গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজায় কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে অস্ত্র বিক্রি বন্ধ করা বা নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৪ অক্টোরব) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়র্টাস।
আরও পড়ুন: কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের
ওমান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ানের বক্তব্যের সরকারি বিবৃতি প্রকাশ করা হয়।
তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে, অথচ ইসরায়েল বারবার তা লঙ্ঘন করছে।
আরও পড়ুন: ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুড়ে মৃত্যু অন্তত ২০ যাত্রীর
এরদোয়ান আরও জানান, গাজায় প্রস্তাবিত বহুপাক্ষিক টাস্কফোর্স গঠনের উদ্যোগে তুরস্ক যেকোনোভাবে সহায়তা দিতে প্রস্তুত।





