রিশাদের ঝড়ে দুইশ ছুঁলো বাংলাদেশ, ওয়ানডে সিরিজে শক্ত অবস্থানে টাইগাররা

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে এক সময় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে ব্যাটাররা থিতু হলেও রান তুলতে পারছিলেন না। দুইশ রানের গণ্ডি ছোঁয়াই কঠিন মনে হচ্ছিল। তবে সব আশার আলো হয়ে এলেন রিশাদ হোসেন। ৯ নম্বরে নেমে ১৪ বলে ঝোড়ো ৩৯ রানের ইনিংস খেলে দলকে টানেন তিনিই।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: মুক্তিপণ না দেওয়ায় সেনেগালি তরুণ গোলরক্ষকে হত্যা
ইনিংসের শুরুটা ছিল ধীরগতির। সৌম্য সরকার ও সাইফ হাসান সাবধানী শুরু করলেও খুব বেশি দূর যেতে পারেননি সাইফ। ১৬ বল খেলে মাত্র ৬ রান করে আউট হন তিনি।
তৃতীয় উইকেটে সুযোগ পান তাওহিদ হৃদয়। কিন্তু ১৯ বলে ১২ রান করে বাজে শট খেলেই সাজঘরে ফেরেন। শান্তও একইভাবে আউট হন ২১ বলে ১৫ রান করে। এরপর অঙ্কনের ৩৫ বলে ১৭ রানের ইনিংসেও ছিল না কোনো দৃঢ়তা।
আরও পড়ুন: লঙ্কানদের দুইশ’র পরে থামালেন বাংলাদেশ নারী ক্রিকেট দল
দলের বিপর্যয়ের মাঝে এক প্রান্ত ধরে রেখে ব্যাট করছিলেন সৌম্য সরকার। ফিফটির পথে থাকলেও ৮৯ বলে ৪৫ রানে থামতে হয় তাকে। ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন।
১০৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর সাতে নামানো হয় নাসুম আহমেদকে। এক ছক্কায় ১৪ রান করেন তিনি। পরে সোহান ২৪ বলে ২৩ রান করে ফিরে যান ৪৬তম ওভারে, তখন দলের রান ১৬৩।
শেষ চার ওভারে ম্যাচ ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন এই লেগস্পিনার। মাত্র ১৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি, মারেন কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি। অধিনায়ক মেহেদী মিরাজও যোগ্য সঙ্গ দেন—৫৮ বলে অপরাজিত ৩২ রান করেন।
রিশাদ ও মিরাজের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ পায় ২১৩ রানের সম্মানজনক সংগ্রহ।