কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ” করছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কবিরোধী এক টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করায় কানাডা ‘চরম অবাঞ্ছিত আচরণ’ করেছে, যা মার্কিন আদালতের সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা।
ট্রাম্প লিখেছেন, রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন জানিয়েছে, কানাডা একটি ভুয়া বিজ্ঞাপন ব্যবহার করেছে যেখানে প্রেসিডেন্ট রিগ্যানকে শুল্কবিরোধী বক্তব্য দিতে দেখা যায় — যা সম্পূর্ণ মিথ্যা।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে: এরদোয়ান
তিনি আরও বলেন, এই বিজ্ঞাপন মাত্র ৭৫,০০০ ডলারে তৈরি করা হয়েছে আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপের উদ্দেশ্যে। শুল্ক আমাদের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কানাডার এই আচরণের পরিপ্রেক্ষিতে আমি ঘোষণা করছি — কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখুনি বন্ধ।
এর আগে রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন ও ইনস্টিটিউট এক্স (টুইটার)-এ জানিয়েছিল, অন্টারিও সরকারের তৈরি বিজ্ঞাপনটিতে ১৯৮৭ সালের রিগ্যানের ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রেড’ ভাষণ বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে এবং এ নিয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি। ফাউন্ডেশনটি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ বিবেচনা করছে।
আরও পড়ুন: ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুড়ে মৃত্যু অন্তত ২০ যাত্রীর
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বলেছিলেন, ট্রাম্পের আরোপিত শুল্কের ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোতে কানাডার রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি (টঝগঈঅ) পর্যালোচনার আগে থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি দেখা দেয়। বর্তমানে কানাডার মোট রপ্তানির তিন-চতুর্থাংশই যুক্তরাষ্ট্রে যায় এবং প্রতিদিন প্রায় ৩.৬ বিলিয়ন কানাডীয় ডলার মূল্যের পণ্য ও সেবা সীমান্ত পেরোয়।
অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড গত সপ্তাহে বিজ্ঞাপনটির লিঙ্ক শেয়ার করে বলেন, আমরা আমাদের সব শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে অবস্থান নেব। সমৃদ্ধির পথ একসঙ্গে কাজের মধ্য দিয়েই সম্ভব।
তবে ট্রাম্প বলেছেন, তিনি বিজ্ঞাপনটি নিজেই দেখেছেন এবং এটিই প্রমাণ করে তার শুল্কনীতি কার্যকর হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি কানাডার অটো শিল্পে বড় ধাক্কা দিয়েছে। এই মাসের শুরুর দিকে বৃহৎ অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস ঘোষণা দিয়েছে, তারা অন্টারিও থেকে একটি উৎপাদন লাইন সরিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে স্থানান্তর করবে।





