ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুড়ে মৃত্যু অন্তত ২০ যাত্রীর

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায় জাতীয় মহাসড়ক-৪৪ এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে কুরনুলের চিন্নাটেকুরু গ্রামের কাছাকাছি এলাকায়।

আরও পড়ুন: গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ পর্যায়ে: ডব্লিউএইচও প্রধান

পুলিশ জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি যাত্রীবাহী বাস স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে, ফলে যাত্রীরা বের হওয়ার আগেই আগুনে পুড়ে যান।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪২ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা ও জরুরি নির্গমন ভেঙে বের হতে সক্ষম হন, তবে বাকিদের বেশিরভাগই আগুনে দগ্ধ হয়ে বা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান।

আরও পড়ুন: কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রমে বিলম্ব হয়। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, আর আহতদের ভর্তি করা হয়েছে কুরনুল সরকারি হাসপাতালে।

এ ঘটনায় বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন, তাদের সন্ধানে অভিযান চলছে। পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা কয়েক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, যিনি বর্তমানে সরকারি সফরে দুবাইয়ে আছেন, ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং নিহতদের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে সরকার দাঁড়াবে।

এছাড়া রাজ্যের মন্ত্রী বি. সি. জনার্দন রেড্ডি ও কে. আচনাউডু পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।