৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপ্তি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হলো ৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” একইসঙ্গে তিনি আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টে দেশি ও বিদেশি মিলিয়ে ৬৬২ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন উইনার, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম রানারআপ এবং মিসেস জিন সুক ইউন লেডিস উইনার হিসেবে নির্বাচিত হন।

আরও পড়ুন: বৈষম্য বিরোধী মামলায় শেখ হাসিনাসহ আসামিদের অব্যাহতির বিষয়ে ব্যাখ্যা দিল পিবিআই

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট অতিথি, গলফার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।