পূর্বপুরুষদের ইতিহাস না জানলে দেশপ্রেম জাগবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস না জানো, তাহলে তোমাদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা জাগবে না। শিক্ষায় ও প্রেরণা জাগবে না।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শের-ই-বাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: হাজারো সমর্থক নিয়ে জিয়ার মাজারে আসাদ মুরাদ তালুকদার
রুহুল কবির রিজভী বলেন, ‘তোমরা গত বছর জুলাই গণঅভ্যুত্থান ছাত্রদের আন্দোলন দেখেছ, তোমাদেরই বয়সী ছেলেমেয়েদের আত্মদান দেখেছো। মুগ্ধ নামের এক শিক্ষার্থী গুলি খেয়েও সতীর্থের জন্য পানি নিয়ে যাচ্ছিল—এটাই আত্মত্যাগ। এই ইতিহাস জানলে তবেই দেশপ্রেম জন্ম নেবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ শের-ই-বাংলা ফজলুল হক ছিলেন এমন এক মহান ব্যক্তি যিনি মুসলমান সমাজের শিক্ষার আলো জ্বালাতে জীবন উৎসর্গ করেছেন। তাঁর বাবাই ১৮৬২ সালে বিএ পাস করা প্রথমদিকের মুসলমানদের একজন ছিলেন। ফজলুল হক সাহেব শিক্ষায় অনন্য কৃতিত্ব দেখিয়ে গণিতে মাস্টার্স পাস করেন মাত্র ছয় মাসের প্রস্তুতিতে।’
আরও পড়ুন: আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখতে ঐক্যের আহ্বান সালাহউদ্দিনের
তিনি বলেন, ‘ফজলুল হক প্রধানমন্ত্রী থাকাকালে রোল নাম্বার পদ্ধতি চালু করেন যাতে পরীক্ষার খাতায় নামের পরিবর্তে শুধু রোল লেখা হয়—এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায্য মূল্যায়নের সুযোগ তৈরি হয়। এ ছাড়া প্রতিটি স্কুলে আরবি বা ফার্সি শিক্ষকের নিয়োগ বাধ্যতামূলক করেন, যাতে মুসলিম বাঙালিদের চাকরির সুযোগ বাড়ে। এই মহান মানুষদের অবদান না জানলে নতুন প্রজন্ম তাদের শিকড় চিনতে পারবে না।’
অনুষ্ঠানে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুহায়সা মাহমুদ হক বলেন, ‘আমাদের শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাদের যত্ন করে পড়িয়েছেন বলেই আমরা ভালো ফল করতে পেরেছি। আমার বাবা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো ফল করতে পারি।’
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. ইরফান আহমেদ বলেন, ‘আমাদের ভালো ফলাফলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমাদের বাবা-মা ও শিক্ষকদের।’
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহনাব আমিন অর্ক বলেন, ‘শুধু পড়াশোনা করলেই ভালো ফল হয় না, দরকার নিয়মিত অনুশাসন ও একাগ্রতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবু হানিফ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা দলের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়ামিন প্রমুখ।





