১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখা হবে: আসামিদের আইনজীবী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে শুনানি শেষে কারাগারে (সাবজেলে) পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-১ এ হাজির করার পর এ আদেশ দেওয়া হয়।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে তাঁদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। শুনানি শেষে ফের কারাগারে প্রেরণ করা হয়। আসামিপক্ষের আইনজীবী এম সরোয়ার হোসেন জানান, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী তাঁদের সাবজেলে রাখা হবে।

এ মামলাগুলোর মধ্যে দুটি মামলা গত সাড়ে ১৫ বছর ধরে গুম ও নির্যাতনের ঘটনা এবং একটি চলতি বছরের জুলাই মাসের ‘গণ-অভ্যুত্থান’কালে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। গত ৮ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণের পর ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর ১১ অক্টোবর সেনা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের একজন ছিলেন এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে)।

আরও পড়ুন: গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

পরদিন ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের এমইএস বিল্ডিং নম্বর-৫৪ কে অস্থায়ী কারাগার ঘোষণা করে।

কারাগারে পাঠানো কর্মকর্তাদের তালিকা

* র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম

* ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার

* ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান

* ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম

* ব্রিগেডিয়ার কে এম আজাদ

* কর্নেল আবদুল্লাহ আল মোমেন

* কর্নেল আনোয়ার লতিফ খান (এলপিআর)

* লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান (র‍্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক)

* লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন

* লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম

* লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম

* মেজর মো. রাফাত-বিন-আলম (বিজিবি)

* ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন

* ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী

* ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী