বিকালে জামায়াত ও এনসিপি নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: উপদেষ্টা থেকে হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব পদে নিয়োগ
তিনি জানান, বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের একটি প্রতিনিধিদল। নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মিডিয়া জানায়, বিকালে যথা সময়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিএনপি'র প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসনের দাবি