গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ফল হবে ভয়াবহ: ইরানের হুঁশিয়ারি

গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা ও আগ্রাসন অব্যাহত থাকায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজায় একাধিক হামলা চালিয়ে অন্তত ১০ জন ফিলিস্তিনিকে হত্যা বা আহত করেছে, যা যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন।
বাঘাই বলেন, ইসরায়েল শুধু গাজায় নয়, পশ্চিম তীরেও অলিভ বাগান ধ্বংস করছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে এবং চরমপন্থী ইহুদি বসতকারীরা আল-আকসা মসজিদে অপবিত্র কার্যক্রম চালাচ্ছে — যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন।
আরও পড়ুন: যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯ ফিলিস্তিনি
তিনি যুদ্ধবিরতি নিশ্চয়তাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলি শাসনের অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করে এবং এসব আগ্রাসন অবিলম্বে বন্ধে বাধ্য করে।
ইরানের এই মুখপাত্র সতর্ক করে বলেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বহন করে এবং যুদ্ধবিরতি চুক্তিকে নিজের অপরাধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে। যদি নিশ্চয়তাকারী দেশগুলো এই পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকে, তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে।
আরও পড়ুন: ইসরায়েলের বিভিন্ন কারাগারে এখনো ১১,৪৬০ জন ফিলিস্তিনি বন্দি
এর আগে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত কয়েক দিনে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।