রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ট্রাম্প-পুতিনের দ্বিতীয় বৈঠক অনিশ্চিত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্রুত বৈঠক আয়োজনের পরিকল্পনা স্থগিত হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রশাসনিক কর্মকর্তা সিএনএনকে জানান, নিকট ভবিষ্যতে দুই নেতার মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

আরও পড়ুন: মুসলিম নারীদের নামাজ আদায়, গোমূত্র দিয়ে শুদ্ধিকরণ করেন বিজেপির এমপি

গত বৃহস্পতিবার ফোনালাপের পর ট্রাম্প বলেছিলেন, দুই নেতার মধ্যে দুই সপ্তাহের মধ্যে বা তারও আগে একটি বৈঠক হতে পারে। কিন্তু এখন সেই সময়সূচি আর বাস্তবায়নের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি চান না এই বৈঠক ‘সময় নষ্টের’ কারণ হোক। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে বৈঠক হতে পারে, তবে এটি এখন আর তার অগ্রাধিকার নয়।

আরও পড়ুন: ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে, যুদ্ধবিরতি ঝুঁকিতে

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া উচ্চপর্যায়ের উপদেষ্টা পর্যায়ের বৈঠকে সম্মত হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রশাসনের সূত্রগুলো জানায়, আপাতত সেই আলোচনাও স্থগিত করা হয়েছে।

একজন কর্মকর্তা জানান, রুবিও ও লাভরভ ফোনে ফলপ্রসূ আলোচনা করেছেন, তবে সরাসরি বৈঠকের এখন প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ট্রাম্পেরও পুতিনের সঙ্গে তাৎক্ষণিক বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

সূত্রগুলো বলছে, রুশ অবস্থান এখনও পরিবর্তিত হয়নি এবং ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে উভয় পক্ষের প্রত্যাশায় বড় পার্থক্য রয়েছে। সোমবার লাভরভ প্রকাশ্যে বলেন, রাশিয়া “সংঘাত স্থগিতের” প্রস্তাব মেনে নিচ্ছে না — যা ট্রাম্প, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো সমর্থন করেছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যে বৈঠকের সময় নির্ধারণই হয়নি, সেটি স্থগিত করার প্রশ্নই আসে না।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কূটনৈতিক সমাধান ও যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ-পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র না দেওয়ায় রাশিয়া এখন কূটনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

তিনি বলেন, যত বেশি ইউক্রেনের দীর্ঘ-পাল্লার সক্ষমতা বাড়বে, তত দ্রুত রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী হবে।

এক ইউরোপীয় কূটনীতিক বলেন, লাভরভ পুতিনের শতভাগ অনুগত হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি ঘরে থাকেন না। তাই তার সঙ্গে আলোচনা অনেক সময় অর্থহীন হয়ে পড়ে।

বর্তমানে ধারণা করা হচ্ছে, রুবিও ও লাভরভ আসন্ন আসিয়ান সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ায় অনানুষ্ঠানিকভাবে দেখা করতে পারেন।

ট্রাম্প সর্বশেষ পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেছিলেন দুই মাস আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। কোনো চুক্তি না হলেও উভয় নেতা আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছিলেন।

এদিকে ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের পক্ষ থেকেও মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়, তারা ট্রাম্পের সেই প্রস্তাব সমর্থন করেন যে “বর্তমান যুদ্ধরেখাই আলোচনার সূচনা বিন্দু হতে পারে।

ট্রাম্প আগামীকাল (বুধবার) হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করবেন।