ইসরাইলের ‘দীর্ঘদিনের দায়মুক্তি’ বন্ধ হওয়া উচিত: ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:০৯ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে মতামত দিয়েছে, তা ইসরাইলের দীর্ঘদিনের ‘চিরস্থায়ী দায়মুক্তি’ শেষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি প্রমাণ বলে মন্তব্য করেছে ইরান।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর আইসিজে দেওয়া আইনি মতামতে বলা হয় — অধিকৃত ভূখণ্ডের দখলদার রাষ্ট্র হিসেবে ইসরাইলের মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করা বাধ্যতামূলক। একই সঙ্গে আদালত স্পষ্ট জানায়, ইসরাইলের এসব সহায়তা ব্যাহত না করার নেতিবাচক বাধ্যবাধকতাও রয়েছে।

আরও পড়ুন: যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী

শনিবার এক্স (টুইটার)-এ দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বাঘাইয়ি বলেন, আইসিজের রায় আবারও প্রমাণ করল যে, ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি অনুচ্ছেদ ভঙ্গকারী এক ভয়াবহ অপরাধী রাষ্ট্র।

তিনি আরও বলেন, আদালত ইসরাইলের ওপর অধিকৃত ফিলিস্তিনিদের মৌলিক প্রয়োজন ও বেঁচে থাকার উপযোগী সরবরাহ নিশ্চিত করার বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করেছে এবং অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞাও স্মরণ করিয়ে দিয়েছে।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় মাদকবিরোধী স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

বাঘাইয়ি উল্লেখ করেন, আইসিজে আগের মতামতেও বলেছে যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব ‘আইনবহির্ভূত’ এবং এর অবসান হওয়া উচিত।

তিনি বলেন, ইসরাইল এসব আন্তর্জাতিক আইন ও নৈতিকতার সব নীতি অমান্য করে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজায় গণহত্যা চালাচ্ছে— যার নিন্দা জানিয়েছে আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) উভয়ই।

২০২4 সালের জুলাইয়ে প্রকাশিত আইসিজের আরেক পরামর্শমূলক রায়ে বলা হয়েছিল, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতি ‘সম্পূর্ণ অবৈধ’ এবং তা বিলম্ব না করে বন্ধ করতে হবে।

এদিকে, দক্ষিণ আফ্রিকা দায়ের করা গণহত্যার মামলা বর্তমানে আইসিজেতে বিচারাধীন, যেখানে ইসরাইলকে ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৮ হাজার ২৮০ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।


সূত্র: মেহের নিউজ