থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছে

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত আর নেই। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

নিক্কেই এশিয়ার বরাত দিয়ে থাই রয়্যাল প্যালেস জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান।

আরও পড়ুন: গাজা পুনর্গঠন নিয়ে সৌদি আরবের একগুচ্ছ পরিকল্পনা

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান। এই দম্পতি ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন এবং থাই জনগণের মাঝে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।

রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয়েছে, রাজা মাহা ভাজিরালংকর্ন রাজকীয় মর্যাদায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে এবং রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে: এরদোয়ান

শনিবার থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, সাবেক রানি সিরিকিতের মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল তার নির্ধারিত রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন। তিনি রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

থাইল্যান্ডজুড়ে রানি সিরিকিতের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির বিভিন্ন স্থানে রাজকীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং রাজপ্রাসাদের বাইরে হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।