বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে একটি ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) গড়ে তোলা হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দুপুরে, তফসিল ঘোষণা যেকোনো সময়
মির্জা ফখরুল বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে— আমরা একটি রেইনবো নেশন গড়ে তুলব, যেখানে সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের অবদান রাখতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
গারো সম্প্রদায়ের দাবির বিষয়ে বিএনপি মহাসচিব জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’-এ সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি বিবেচনা করা হবে।
মির্জা ফখরুল বলেন, “আমরা ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের সংস্কৃতি তুলে ধরতে সহযোগিতা করা হবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল, ও আয়োজক কমিটির শুভজিট স্যানগমা নাকমা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সঞ্চয় নাফাকে।





