নাটোর কারাগারের জেলারকে হত্যার হুমকি, এমপি শিমুলের বিরুদ্ধে জিডি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০৬ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেলকে ফোন ও এসএমএসের মাধ্যমে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, বুধবার (২২ অক্টোবর) রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জেলার রাসেলের ব্যক্তিগত ফোনে কল আসে। কলকারী নিজেকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

তিনি জেলারকে বলেন, কুষ্টিয়া জেলা কারাগারে থাকা আসামি রাশিদুল ইসলাম কোয়েলের জামিনের খবর যেন পুলিশ বা গোয়েন্দা সংস্থাকে জানানো না হয়, নইলে সমস্যা হবে।

শেখ মো. রাসেলের দাবি, সাবেক এমপি’র কথায় ইঙ্গিত ছিল— বিষয়টি জানাজানি হলে কোয়েল আবার গ্রেপ্তার হতে পারে।

আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত

ঘটনার পরদিন সকালে কোয়েল কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। তবে অল্প সময়ের মধ্যেই ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে।

এর পরপরই সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল তার মোবাইলে একটি বার্তা পাঠান, যেখানে লেখা ছিল— আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনার বউসহ পরিবারের নিরাপত্তা আপনি কিভাবে রক্ষা করবেন, সেটা ভেবে রাখবেন।

জেলার রাসেল বলেন, ফোন কল ও বার্তার পর থেকে আমি এবং আমার পরিবার গভীর আতঙ্কে আছি। তাই নিজের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।