ভেনিজুয়েলায় মাদকবিরোধী স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার ভেতরে কোকেন উৎপাদন কেন্দ্র ও মাদক পাচার রুটে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছে সিএনএন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
শনিবার (২৫ অক্টোবর) তিনটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
আরও পড়ুন: যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী
গতকাল শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ক্যারিবীয় অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাম্প ইতোমধ্যে সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন।
দুই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করেনি হোয়াইট হাউস, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারাকাসের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি।
আরও পড়ুন: গাজা পুনর্গঠন নিয়ে সৌদি আরবের একগুচ্ছ পরিকল্পনা
জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলা কোনো কোকেন উৎপাদনকারী দেশ নয়। বেশিরভাগ কোকা ক্ষেত রয়েছে কলম্বিয়া, পেরু ও বলিভিয়ায়। যুক্তরাষ্ট্রের নিজস্ব ডিইএ রিপোর্টেও ভেনিজুয়েলাকে প্রধান ট্রানজিট দেশ হিসেবে উল্লেখ করা হয়নি।
তবুও ট্রাম্প প্রশাসন বলছে, কিছু পরিমাণ মাদক ভেনিজুয়েলার ভূখণ্ড দিয়ে যাতায়াত করে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর মাদক-সন্ত্রাসবাদ মামলা থাকায়** তাকে চাপের মুখে রাখতে এই অভিযান সহায়ক হতে পারে।
সামরিক প্রস্তুতি বাড়ছে
রিপোর্টে বলা হয়, সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ড্রাগ বোট লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কমপক্ষে ১০টি হামলা চালিয়েছে, যেখানে ৪৩ জন নিহত হয়েছে। এখন হামলার পরিধি সমুদ্র থেকে স্থলভাগে সম্প্রসারিত করার আলোচনা চলছে।
একই সঙ্গে পুয়ের্তো রিকোয় এফ-৩৫ যুদ্ধবিমান, রিপার ড্রোন এবং নৌবাহিনীর শক্তিশালী ইউনিট মোতায়েন করা হয়েছে, যা সম্ভাব্য অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দেয়।





