আন্দোলনের আগে এদেশে জুলুম ও ফ্যাসিসবাদ কায়েম করা হয়েছিল: জাহিদুল ইসলাম
জুলাই-আগস্টের আন্দোলনের আগে বাংলাদেশ এক প্রকার জুলুমতন্ত্র ও ফ্যাসিসবাদ কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার উদ্যোগে ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাওহীদুল ইসলামের সভাপতিত্বে একাদশ শ্রেণির (২০২৫-২০২৬) সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সমাজের সবচেয়ে কিং পারসনদের হত্যা করা হয়েছে। যারাই আওয়ামী লীগের ক্ষমতার জন্য হুমকি হয়েছে, সেটা জামায়াত, শিবির কিংবা ইসলামী দল বা যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন, তাদের গুম ও হত্যা করা হয়েছে।তিনি আরও বলেন, পরিবারগুলোকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয়েছে। জুলাই আগস্টে ক্ষমতায় টিকে থাকার জন্য খুনি হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে, “যত খুশি মেরে ফেল, নারী-শিশু-বৃদ্ধ কোনো বিষয় না, আমার ক্ষমতায় টিকে থাকতে”। এ যে মানুষের ওপর এত জুলুম ও তাদের অহংকার পতনের কারণ ছিল।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগে কোনো নির্বাচনে বিজয়ী হলে বিশাল শোডাউন ও বিজয় মিছিল হতো, উৎসবের শেষ থাকতো না। চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা কোনো বিজয় মিছিল করিনি। আমরা মানুষদের দেখিয়েছি কোনো দায়িত্ব বোধ অর্জন করলে উৎসবের কোনো বিষয় থাকে না। দায়িত্ব বোধের জায়গা থেকে যেন কোন অহংকার সৃষ্টি না হয় সেজন্য আল্লাহর কাছে লুটিয়ে পড়ে আমরা বিজয় উদযাপন করেছি। এছাড়াও আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর (জিএস) এস এম ফরহাদ, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলী, সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, জামায়াত নেতা মিনহাজুর রহমান, অ্যাডভোকেট আমীর হোসেন ও শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।





