প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
*জেলা প্রশাসনের অব্যবস্থাপনা
*সকাল থেকে সাংবাদিকদের অনুষ্ঠানস্হলে এনে বিকেলে মূল অনুষ্ঠান শুরু হওয়া
আরও পড়ুন: আন্দোলনের আগে এদেশে জুলুম ও ফ্যাসিসবাদ কায়েম করা হয়েছিল: জাহিদুল ইসলাম
*নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান স্থানীয় সাংবাদিকদের বয়কট
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে, তাহলে উচ্চশিক্ষা সহজতর হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আরও পড়ুন: নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলায় রিজওয়ানা হাসানের পরিবেশ সংরক্ষণ প্রতিশ্রুতি
শনিবার (২৫ অক্টোবর) সকালে বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে
মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন সভাপতি ও সাবেক সচিব মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজিত স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক পরিমাণে বাজেট প্রদান করা উচিত। প্রশাসনের সহায়তা আগামী দিনে আমরা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নে কাজ করবো। তিনি আরও বলেন, বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে আমাদের পরিবারের সদস্যসহ স্থানীয়রা জমি দান করাসহ সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং ভবিষ্যতেও স্কুলের সামগ্রিক সহায়তা জন্য বিত্তবান এগিয়ে আসবেন। মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি), নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব, হোসেন নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরীসহ প্রমুখ।
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের নরসিংদীতে দিনব্যাপী সফর করেন। এর মধ্যে তিনি বেলাব ও নরসিংদী সদরে পৃথক দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সকালে বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। পরে তিনি সেখান থেকে বিকেলে নরসিংদী শহরের মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি এলাকায় নরসিংদী জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানটি জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ বয়কট ঘোষণা করেন। তারা জানান, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব নামে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের অব্যবস্হাপনা, সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান বা বসার ব্যবস্হা না করা, নৌকা বাইচ প্রতিযোগিতা ধারণ করার জন্য নৌযান ব্যবস্হা না করা সহ অসংগতি পূর্ণ আচরণ পূরো সাংবাদিক সমাজকে কলঙ্কিত করার সামিল। তারা আরও বলেন, বেলা দুইটায় পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা (সাংবাদিক) দুপুর থেকে সংবাদ সংগ্রহ করতে এখানে আসি। কিন্তু অনুষ্ঠানের আয়োজক দীর্ঘ অপেক্ষার পরও তাদের দেখা না পাওয়া এবং আমাদের মূল্যায়ন না করার কারণেই সকল সাংবাদিক আজকের অনুষ্ঠান বয়কট করেছে।





