অতিরিক্ত মিষ্টির ওজনকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Sadek Ali
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টর্চের আলোয় সংঘটিত প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুলাউড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মালিকানাধীন ‘ভাই ভাই হোটেল’ থেকে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন মিষ্টি কেনেন। পরে কার্টনে অতিরিক্ত ওজন ধরা পড়লে ইমন বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা শনিবার রাতে সংঘর্ষে রূপ নেয়।

বিদ্যুৎ না থাকায় অন্ধকারে উভয়পক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউএনও মো. রুহুল আমিন বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ইমামবাড়ি বাজারের সব দোকান রোববার দিনভর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে মাইকিং করে সবাইকে জানানো হবে।