চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে পূর্বের মাশুল বহাল রেখে যানবাহন চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল স্থগিত থাকবে এবং পুরোনো মাশুলেই যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে। মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির বেশি হতে পারে: বিজিএমইএর পরিচালক

কর্মবিরতির কারণে গত শনি ও রোববার ৬টি জাহাজ পণ্য বোঝাই না করেই চট্টগ্রাম বন্দর ছাড়ে, যা রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে।

গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়। এর প্রতিবাদে শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা। এর ফলে বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়।

আরও পড়ুন: দাবি না মানলে এবার ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুমকি

পোর্ট ইউজার্স ফোরাম দাবি আদায়ে সরকারের কাছে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে।